দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া জানিয়েছেন, ভূমিকম্পে উদ্ধার ও অনুসন্ধান কাজে ব্যবহারের জন্য ৬০ কোটি টাকার ফর্ক লিফট, পোলট ট্রান্সপোর্টার, এসকাভেটার, হুইল ডোজার, ক্রেন, মোবাইল লাইট ইউনিটসহ বেশ কিছু আধুনিক যন্ত্রপাতি কেনা হয়েছে। আজ রবিবার জাতীয় সংসদে সরকারি দলের এমপি এ কে এম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, এসব যন্ত্রপাতি ব্যবহারকারী সংস্থা, সশস্ত্র বাহিনী বিভাগ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, সিটি করপোরেশন, কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া আরও ১৫৮ কোটি টাকার উদ্ধার ও অনুসন্ধান কাজে ব্যবহারের জন্য আধুনিক যন্ত্রপাতি ক্রয়ের কার্যক্রম শুরু হয়েছে।
তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ জাতীয় বিল্ডিং কোড বাস্তবায়ন, কনটিনজেন্সি প্ল্যান প্রস্তুত, কমিউনিটি স্বেচ্ছাসেবক তৈরি ও প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সে লক্ষ্যে ২২ হাজার নগর দুর্যোগ স্বেচ্ছাসেবককে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তায় প্রশিক্ষণ ও উপকরণ দিয়ে গড়ে তোলা হচ্ছে।