যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, রোজা এবং ঈদকে সামনে রেখে সড়কে গাড়ি চলাচলে কোনো সমস্যা হবে না। আজ রবিবার জাতীয় সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনা ও সড়ক নিয়ে সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা জানান।
মন্ত্রী বলেন, এর আগেও রমজান, ঈদ ও বর্ষা এসেছে। আমরা সড়ক মেরামত করে তা ঠিক রাখতে সফল হয়েছি। ঘরমুখী মানুষের যাতায়াত নিরাপদ করেছি। মানুষ স্বস্তিতে যাতায়াত করতে পেরেছে।
টানা বর্ষণ, সড়ক মেরামত বিষয়ে মন্ত্রণালয় মনিটরিং বিভাগ সার্বক্ষণিক কাজ করছে জানিয়ে তিনি বলেন, সব অঙ্গের ব্যাথা একসঙ্গে উপশম করা মন্ত্রীর পক্ষে সম্ভব নয়। তবে আন্তরিকতা ও সদিচ্ছার কোনো ঘাটতি নেই। অবিরাম চেষ্টা করা হচ্ছে।