সুন্দরবনের মংলার পশুর নদীর হাড়বাড়িয়া এলাকায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে বনদস্যু নাসির বাহিনীর প্রধান নাসির নিহত হয়েছেন। আজ সোমবার সকালে র্যাবের সঙ্গে বনদস্যুদের ঘণ্টাব্যাপী এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। পালিয়ে যাওয়া বনদস্যুদের ধরতে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
র্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল ফরিদুল আলম জানান, আজ সকালে র্যাব সুন্দরবনের হাড়বাড়িয়া এলাকায় নিয়মিত অভিযানে যায়। এসময় সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা দস্যু নাসির বাহিনীর সদস্যরা তাদের উপর গুলি ছুড়লে র্যাবও আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়। সকাল ৭টা থেকে পৌনে ৮টা পর্যন্ত উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের এক পর্যায়ে দস্যুরা বনের গহীনে পালিয়ে যায়।
পরে র্যাব বনের মধ্যে তল্লাশী চালিয়ে ১টি ডাবল ব্যারেল বন্দুক, ২টি সিঙ্গেল ব্যারেল বন্দুক ও ৩টি পয়েন্ট টু টু বোর রাইফেল, ৫টি চাপাতি, বিপুল পরিমাণ গোলাবারুদ ও একটি লাশ উদ্ধার করে। স্থানীয় জেলেরা লাশটি দস্যু নাসির বাহিনীর প্রধান নাসিরের বলে র্যাবকে জানায়। উদ্ধারকৃত ৬টি অস্ত্র, গুলি ও মৃতদেহ বাগেরহাটের মংলা থানায় হস্তান্তর করা হবে বলে র্যাব কর্মকর্তা জানায়।