মাওয়ার পদ্মায় ডুবে যাওয়া পিনাক-৬ লঞ্চের মালিক আবু বকর সিদ্দিক কালু (৬৪) ও পুত্র ওমর ফারুক লিমন (২৭)-কে চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন মুন্সীগঞ্জের আদালত। আজ সোমবার বেলা ১১টায় মুন্সীগঞ্জ ৬নং আমলী আদালতের বিচারক মো. হারুন-অর-রশীদ এ আদেশ দেন।
আজ সকাল ১০টায় তাদেরকে রিমান্ড ও জামিন শুনানির জন্য কোর্টে হাজির করা হয়। এ সময় রাষ্ট্রপক্ষে আসামীদের প্রত্যেককে ৭ দিনের রিমান্ড প্রার্থনা আসামীপক্ষের আইনজীবী পিনাক-৬ লঞ্চের মালিক আবু বক্বর সিদ্দিক কালু ও পুত্র ওমর ফারুক লিমনের রিমান্ড বাতিল ও জামিনের প্রার্থনা করেন। পরে আদালত উভয় পক্ষের শুনানীনি শেষে প্রত্যেককে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বৃহস্পতিবার লঞ্চ মালিক আবুবক্কর সিদ্দিক কালু ও শনিবার তার পুত্র ওমর ফারুক লিমনকে সাতদিনের রিমান্ড আবেদনসহ মুন্সীগঞ্জ আদালতে হাজির করে পুলিশ। আদালতটির বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোমবার রিমান্ড শুনানির দিন ধার্য্য রেখে তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
এই তথ্য নিশ্চিত করে লৌহজং থানার ওসি মো. তোফাজ্জেল হোসেন জানান, বিআইডব্লিউটিএ'র দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামী লঞ্চের মালিক আবুবক্কর সিদ্দিক কালু ও তার পুত্র ওমর ফারুক লিমনকে মামলার তদন্তের স্বার্থে এবং বাকি পলাতকদের সন্ধান নিতে রিমান্ড আবেদন করা হয়েছে।
উল্লেখ্য, গত ৪ আগস্ট মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ার পদ্মায় ডুবে যায় পিনাক-৬ । এ দুর্ঘটনায় ৪৮ জন যাত্রীর লাশ উদ্ধার হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অনেকে। তবে সরকারি হিসাবে এখনও নিখোঁজ ৬২ যাত্রী। পরে মাওয়া নৌপরিবহন পরিদর্শক (টিআই) জাহাঙ্গীর হোসেন ভূইয়া বাদী হয়ে ৬ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। লঞ্চটির মালিক এবি সিদ্দিক কালুকে চট্রগ্রামের আগ্রাবাদ ও পুত্র ওমর ফারুক লিমনকে ঢাকার খিলক্ষেত থেকে র্যাব গ্রেফতার করে। তবে এখনও চারজন পলাতক আছেন।