বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'জনগনকে বিভ্রান্ত করতে আওয়ামী লীগ বরাবরই জঙ্গিবাদ ও সন্ত্রাসের ভাঙা রেকর্ড বাজিয়ে চলেছে। বিএনপিকে নির্মুল করতেই এসব অপপ্রচার চালানো হচ্ছে।'
তিনি বলেন, 'বিচারপতিদের অভিসংশনের ক্ষমতা সংসদে ফিরিয়ে আনার পদক্ষেপ একদলীয় শাসন কায়েমের জন্যই নেওয়া হয়েছে।'
আজ সোমবার বেলা সোয়া ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন।