উচ্চ আদালত থেকে জামিন নিয়ে আবারও তৎপর সেই জঙ্গি শফিউর রহমান ফারাবী। গণজাগরণ মঞ্চের অন্যতম কর্মী ব্লগার রাজিবের জানাযা পড়ানোয় ঈমামকে হত্যার হুমকি দিয়ে প্রথম আটক হন জঙ্গি ফারাবী। কুখ্যাত এই জঙ্গির বিরুদ্ধে সেসময় তথ্যপ্রযুক্তি আইনের ৫৭(১) ধারা ও পেনাল কোড ৫০৬ ধারায় মামলা করে ডিবি পুলিশ। কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে দীর্ঘ ৬ মাস কারাভোগের পর হাইকোর্ট থেকে ফারাবী জামিনে মুক্তি পান। তিনি বর্তমানে অস্থায়ী জামিনে মুক্ত আছেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে স্থায়ী জামিন নেয়ার কথা থাকলেও জঙ্গি ফারাবী তা নিচ্ছেন না।
বরং অস্থায়ী জামিন পেয়েই ফের জঙ্গি তৎপরতা শুরু করেছেন ফারাবী। সামাজিক যোগাযোগ সাইট ফেসবুকের মাধ্যমে দেশবিরোধী প্রচারণা চালাচ্ছেন। এমনকি মহান মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন কটাক্ষ ও ব্যঙ্গচিত্র প্রকাশ করছেন। এখানেই ক্ষান্ত হননি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিভিন্ন অপপ্রচারণা চালাচ্ছেন। যা পাঠকদের সামনে হুবহু তুলে ধরার মতো নয়। ফারাবীর ব্লগ ও ফেসবুক পেজে এ ধরনের ভূরিভূরি অপকর্মের ছাপ পাওয়া যাবে। এছাড়া দেশের কিছু বুদ্ধিজীবী ও সম্পাদকের বিরুদ্ধে হুমকিধামকি দিয়ে নিজের ফেসবুক স্ট্যাটাস দিচ্ছেন। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজামকে উদ্দেশ্য করে এরকম একটি হুমকিবার্তা পোস্ট করেছেন।
ফারাবী তার স্ট্যাটাসে যা লিখেছেন, "নঈম নিজাম যদি এরপরেও তসলিমা নাসরিনের কোন লেখা বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ছাপায় তাইলে তাকে হুমায়ন আজাদের পরিণতি বরন করতে হবে। হুমায়ন আজাদকে যারা রামদা দিয়ে কুপায়ছিল তাদের বংশধর কিন্তু এখনো বাংলাদেশে আছে। নঈম নিজাম কে অবশ্যই বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় তসলিমা নাসরিনের লেখা ছাপানো বন্ধ করতে হবে তা না হলে বাংলাদেশ প্রতিদিনের বারিধারার অফিসে যেয়ে নঈম নিজামকে রামদা দিয়ে কুপানো হবে। বাংলাদেশের ইসলামী দল গুলিকে একটু গা ছাড়া দিতে বলছি"।
ফেসবুক ওয়ালে নিজের পরিচিতি ফারাবী এভাবে তুলে ধরেছেন, " হ্যা আমিই শাফিউর রহমান ফারাবী, থাবা বাবা ওরফে ব্লগার রাজীবের জানাজার ইমাম কে হত্যার হুমকি দেয়ার কারনে আমার নামে ডিবি পুলিশ কর্তৃক তথ্যপ্রযুক্তি আইনের ৫৭(১) ধারা ও পেনাল কোড ৫০৬ ধারায় মামলা হয়েছে। কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে দীর্ঘ ৬ মাস কারাভোগের পর আমি হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পাই। আমি বর্তমানে হাইকোর্টের একটি অস্থায়ী জামিনে মুক্ত আছি। আমি এখনও ঢাকার মহানগর দায়রা জজ আদালত থেকে স্থায়ী জামিন পাই নি। কিন্তু সেই ৪ জন নাস্তিক ব্লগার অনেক আগেই ঢাকার জর্জকোর্ট থেকে স্থায়ী জামিন পেয়ে ফেলেছে। আমিই প্রথম বাঙালী ও বাংলাদেশী যে নাস্তিকতার বিরুদ্ধে লেখালেখি করার জন্য জেল খেটেছি। থাবা বাবা/রাজিবের মৃত্যুর পর ইসলাম ধর্মকে কটাক্ষ করে রাজিবের লেখা ব্লগ ও Status গুলি অনলাইনে শেয়ার করে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার অভিলাষের কারণে আমার নামে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭(১) ধারা ও রাজিবের জানাজার ইমাম কে হত্যার হুমকি দেয়ার কারনে আমার নামে পেনাল কোড ৫০৬ ধারায় মামলা হয়েছে। আমি ব্যক্তিগত জীবনে হানাফী মাযহাব অনুসরণ করি। তাই আমি হানাফী মাযহাবের দৃষ্টিকোন থেকেই ইসলাম নিয়ে লেখালেখি করি।"
এখানেই ক্ষান্ত হননি তিনি। নিজের ব্লগ থেকে মুক্তিযুদ্ধ নিয়ে অপপ্রচার চালাচ্ছেন।
লিঙ্কটি হলো: http://farabiblog.com/?p=100
আর মুজাহিদীনদের উদ্দেশ্যে ফারাবী কর্তৃক পরিচালিত পেইজ
https://www.facebook.com/farabi1924
এছাড়া চলতি বছরের মার্চে ফারাবীর হুমকির মুখে একজন লেখকের বই তুলে নেয় অনলাইনে বাংলা বই বিক্রির ওয়েবসাইট 'রকমারি ডটকম'। এর আগে হত্যার উসকানি দিয়ে গ্রেফতার হওয়া ‘ব্লগার’ ফারাবী সাইফুর রহমান লেখক অভিজিৎ রায়ের বই বিক্রি তালিকা থেকে সরিয়ে না নিলে রকমারির কার্যালয়ে আক্রমণ করা হবে বলে ফেসবুকে হুমকি দেন।