'প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাদের নিয়ে সরকার পরিচালনা করছেন তাদের অনেকেই শেখ মুজিবুর রহমানের হত্যার সঙ্গে জড়িত' বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।
আজ সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার চার্জশিট প্রদান ও সম্প্রচার নীতিমালার প্রতিবাদে জাসাস ঢাকা মহানগর দক্ষিণ এ প্রতিবাদ সভার আয়োজন করে।
রফিকুল ইসলাম মিয়া বলেন, 'স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চরিত্রে কলঙ্ক লেপনের জন্য হাসিনা ও তার লোকেরা নানান কুৎসা রটনা করছে।'
তিনি বলেন, 'জেনারেল মঞ্জুর হত্যা মামলা থেকে বাঁচতেই এরশাদ কথায় কথায় হাসিনা ও সরকারের পক্ষে সাফাই গাইছেন।'