বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, 'প্রধানমন্ত্রী মিথ্যাকে সত্য বলে চালিয়ে দিচ্ছেন। তার মস্তিষ্কের মানসিক চিকিৎসা দরকার।'
তিনি বলেন, 'আগামীতে ক্ষমতায় আসলে বিএনপিই শেখ হাসিনার মস্তিষ্কের মানসিক চিকিৎসা করাবে। সে ক্ষেত্রে কোনো দালালের প্রয়োজন হবে না।'
আজ সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের হলরুমে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হান্নান শাহ বলেন, 'ক্ষমতাসীন সরকারের আশ্রয়-প্রশ্রয়ে দেশের স্বাস্থ্যখাতে দিনের পর দিন দুর্নীতি চলছে। বেসরকারি হাসপাতালগুলোর পরিবেশ ভাল থাকলেও সরকারি হাসপাতালগুলোতে দালালের দৌরাত্ম বেড়েই চলেছে। এ থেকে জনসাধারণকে পরিত্রাণ দিতে সরকারকেই উদ্যোগ নিতে হবে।'