ভোলার ইলশায় ডুবোচরে প্রায় হাজারখানেক যাত্রী নিয়ে আটকা পড়া ঢাকা থেকে বরিশালগামী সুন্দরবন-৮ লঞ্চটি ৫ ঘণ্টা পর উদ্ধার হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৪টার জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার ইলিশার বঙ্গের চরে আটকা পড়ে।
জানা যায়, প্রায় একহাজার যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে ছেড়ে যাওয়ার পর রাত ৪টার দিকে বঙ্গের চরে আটকা পড়ে লঞ্চটি। এ সময় গ্রিন ওয়াটার লঞ্চ ও ট্রলারে অনেক যাত্রী নেমে যান। পরে সকাল ৯টায় চর থেকে নামানো হলে দুই শতাধিক যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে রওয়ানা দেয় লঞ্চটি।