ভাষা সৈনিক আবদুল মতিনকে আজ মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে। তাকে আইসিইউতে রাখা হবে।
এর আগে গতকাল দুপুরে গুরুতর অসুস্থ অবস্থায় আবদুল মতিনকে রাজধানীর সিটি হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কয়েক দিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। গতকাল দুপুরে তিনি স্ট্রোক করলে প্রথমে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও পরে সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।