বৃটেন প্রবাসী বিএনপি নেতা মুজিবুর রহমান নিখোঁজের সাড়ে তিন মাস পর গাড়িচালকসহ উদ্ধার হয়েছেন। গতকাল গাজীপুর থেকে তাদের উদ্ধার করা হয়। এরপর তাদের রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে পরিবারের সদস্যদের কাছে অপহরণের ঘটনা বর্ণনা করেছেন মুজিবুর রহমান।
তার শ্যালক ব্যারিস্টার আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, মুজিবুর রহমান জানিয়েছেন, গত ৪ঠা মে বিকালে সুনামগঞ্জ থেকে সিলেট ফেরার পথে সিলেট শহরতলীর টুকের বাজার এলাকায় তাকে বহনকারী গাড়িটির গতিরোধ করে একটি মাইক্রোবাস। ও গাড়িতে বসা ছিল ৮-১০ জন লোক। তারা নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দেয়। প্রথমে তারা গাড়িচালক সোহেলের লাইসেন্স দেখতে চায়। এরপর দুজনকে গাড়ি থেকে নামতে বলে। গাড়ি থেকে নামার পরপরই পাশেরই মাইক্রোতে উঠতে বলে মুজিব ও সোহেলকে। এ সময় মুজিব ও সোহেল ধস্তাধস্তির চেষ্টা করলে তারা অস্ত্র বের করে তাদের মাথায় ঠেকায় ও গুলি করার হুমকি দিয়ে গাড়িতে তুলে নেয়। গাড়িতে উঠার পরপরই মুজিব ও সোহেলের নাকে কিছু একটা স্প্রে করে কথিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এরপর আর কোন কিছু বলতে পারেননি তিনি।
গুলশান জোনের উপ-পুলিশ কমিশনার লুৎফুর কবির সাংবাদিকদের জানান, বিএনপি নেতা মুজিবুর রহমানকে পুলিশি নজরদারিতে রাখা হয়েছে। তিনি সুস্থ হলে তিন মাস কোথায় ছিলেন, কারা তাকে অপহরণ করেছিল এ ব্যাপারে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।