আশুলিয়ার শিমুলতলা এলাকায় একটি সোয়েটার কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। ছাঁটাই ও কারখানা বন্ধের প্রতিবাদে তাঁরা বিক্ষোভ করেন।
এ সময় পুলিশ লাঠিপেটা করে ও কাঁদানে গ্যাস ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
আজ মঙ্গলবার সকাল আটটার দিকে সোনিয়া ফাইন নিট লিমিটেড কারখানার পোশাকশ্রমিকেরা ওই বিক্ষোভ করেন। এর আগে গতকাল সোমবার রাতে কারখানার সামনে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়।
সকালে কর্মস্থলে উপস্থিত হয়ে কারখানার মূল ফটকে বন্ধের নোটিশ দেখে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা ফটক খুলে ভেতরে যাওয়ার চেষ্টা চালান। এ সময় শিল্পপুলিশ তাঁদের লাঠিপেটা করে ও কাঁদানে গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। এরপর শ্রমিকেরা কারখানার পাশে একটি খোলা মাঠে সমাবেশ করেন।
আশুলিয়া জোনের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান শ্রমিকদের লাঠিপেটা করা ও তাঁদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছোড়ার কথা অস্বীকার করেন। তিনি বলেন, শ্রমিকেরা কাজ না করায় কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়েছে।