'প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান পাকিস্তানের এজেন্ট হয়ে দেশ পরিচালনা করেছেন। তিনি পরোক্ষভাবে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। জিয়ার এসব অপকর্মের মরণোত্তর বিচার হবে' বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মেজাম্মেল হক।
আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা শিক্ষক পরিষদ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মেজাম্মেল হক বলেন, 'রশিদ এবং ডালিমরা বঙ্গবন্ধুকে খুন করেছেন। কিন্তু খুনিদের যারা ঐক্যবদ্ধ করেছেন তারা বড় খুনি। ক্ষমতায় থেকে জিয়া বঙ্গবন্ধুর খুনিদের সম্মানিত করেছেন।'
জিয়াকে ‘বাইচান্স’ মুক্তিযোদ্ধা হিসেবে আখ্যায়িত করেন মন্ত্রী।