ভারতের কারাগার থেকে নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে ফিরিয়ে আনার জন্য যথাযথ ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় আইনি কাগজপত্র পৌঁছায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জে একটি মামলায় হাজিরা দিয়ে ঢাকায় যাওয়ার পথে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে নারায়ণগঞ্জের প্যানেল মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম এবং অ্যাডভোকেট চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়।
অপহরণের তিন দিন পর ৩০ এপ্রিল নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে নজরুল ও চন্দন সরকারসহ অপহৃত ছয়জনের এবং এর এক দিন পর ১ মে বাকি একজনের লাশ ভেসে ওঠে।
চাঞ্চল্যকর এই সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেন এ সময় ভারতে পালিয়ে যান। গত ১৪ জুন দুই সহযোগীসহ নূর হোসেনকে কলকাতা পুলিশের একটি দল দমদম বিমানবন্দর এলাকার একটি ফ্ল্যাট থেকে আটক করে।
সাত খুনের ঘটনায় অভিযুক্ত র্যাব-১১-এর প্রাক্তন অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মাদ, মেজর আরিফ হোসেন ও নারায়ণগঞ্জের প্রাক্তন ক্যাম্প প্রধান লে. কমান্ডার এম এম রানা বর্তমানে ঢাকার কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন।
তারা সবাই সাত খুনের এই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।