বৈরী আবহাওয়া ও তীব্র স্রোতের কারণে ১১ ঘণ্টা বন্ধ থাকার পর মাওয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ বুধবার সকাল ৮টার দিকে ফেরি চলাচল করছে।
এর আগে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পদ্মার আকস্মিক ভাঙনে মাওয়ার ৩ নম্বর ফেরি ঘাটের সংযোগ সড়কসহ ১০টি দোকানঘর নদীগর্ভে বিলীন হয়ে গেলে রাত ৯টা থেকে ফেরিসহ সব নৌযান বন্ধ করে দেয় বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
এদিকে, নৌ-পরিবহণমন্ত্রী শাজাহান খান ও বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান শামসুদ্দোহা খন্দকার সকাল ৮টার দিকে মাওয়া ৩ নম্বর ক্ষতিগ্রস্ত ঘাট পরির্দশন করেছেন।