কক্সবাজার শহরের খুরুশকুল ঘাট সংলগ্ন বাঁকখালী নদীর মোহনা থেকে সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার পথে ৩০ জনকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। এসময় একটি ট্রলারও জব্দ করা হয়েছে।
আজ বুধবার সকালে তাদের আটক করা হয়েছে।
কক্সবাজারের নুনিয়ারছড়া কোস্টগার্ড স্টেশনের ইনচার্জ শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খুরুশকুল ঘাট সংলগ্ন মোহনায় এ অভিযান চালানো হয়। এসময় মালয়েশিয়াগামী ৩০ যাত্রীকে আটক করা হয়। আটককৃতরা হবিগঞ্জ, টাঙ্গাইল কক্সবাজার জেলার বাসিন্দা।
তিনি আরো জানান, আটক ৩০ জনকে পরে নিজ নিজ অভিভাবকের কাছে হস্তান্তরের জন্য কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হবে।