অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, পরনির্ভরশীলতা বিএনপির চরিত্র। তারা মনে করে বিদেশিদের সহায়তা ছাড়া ক্ষমতায় থাকা যায়না।
আজ বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে এশিয়ান উন্নয়ন ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ এসব কথা বলেন।
ভারতের বিগত সরকারের সহায়তায় আওয়ামী লীগ দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেছে, এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘এটি বিএনপির কথা। ভারতের নতুন সরকারের সঙ্গে এখন পর্যন্ত তেমন কোনো আলোচনা হয়নি। তবে আমি মনে করি ভারতের নিজেদের স্বার্থেই বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রাখতে হবে।’
কারণ হিসেবে তিনি বলেন, সবকিছু বাদ দিলেও ভারতের সঙ্গে আমাদের বিশাল সীমান্ত রয়েছে। এ অঞ্চলের লোকজনের কৃষ্টি-কালচার একই ধরনের। বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তম পণ্য রপ্তানিকারক দেশ ভারত।