নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, যতদূর সম্ভব আগামী ২৪ ঘণ্টার মধ্যে পদ্মায় ভেঙে যাওয়া মাওয়া রো রো ঘাট চালু করার চেষ্টা করা হবে। এ লক্ষ্যে আপাততঃ মাওয়া ২নং ঘাটেই রো রো ঘাটটি স্থানান্তর করে সচল করা হচ্ছে। তবে কে টাইপ, ডাম্পু ও সিঙ্গেল ফেরির জন্য ভেঙে যাওয়া লঞ্চঘাটের পাশে পূর্বদিকে আগের ২নং ঘাটটি স্থানান্তর করা হবে।
মন্ত্রী আরও বলেন, সচল বাকি দুইটি ঘাট দিয়ে যানবাহন পারপার করা হবে। লঞ্চের পরিবর্তে প্রয়োজনে ফেরিতে যাত্রী পারপার করা হচ্ছে ।
আজ বুধবার সকাল ৮টার দিকে আকস্মিকভাবে নৌমন্ত্রী শাজাহান খান ভেঙে যাওয়া ঘাট এলাকা পরিদর্শনে আসেন। পরিদর্শন শেষে সকাল সাড়ে ৯টায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া পদ্মাসেতুর রেস্টহাউজে সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিংকালে মন্ত্রী এসব কথা বলেন ।
বক্তব্যকালে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান শামসুদ্দোহা খন্দকার, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মিজানুর রহমান, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল, লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশীদ শিকদার, বিআইডব্লিউটিসির ওয়াকার্স ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মহসীন ভূইয়া, স্থানীয় আওয়ামী লীগ নেতা আশরাফ হোসন প্রমুখ।