মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপারাধের মামলায় জাতীয় পার্টির সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের মামলার রায় দেওয়া হবে যেকোনো দিন। পাশাপাশি কায়সারের জামিন বাতিল করে তাকে কারাগারেও পাঠিয়ে দিয়েছেন ট্রাইব্যুনাল।
আজ বুধবার মামলার সর্বশেষ ধাপ যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপনের মাধ্যমে বিচারিক প্রক্রিয়া শেষে চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ যে কোনো রায় ঘোষণা করা হবে মর্মে মামলাটি সিএভিতে রাখার আদেশ দেন।
এর আগে গত ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ও বুধবার মোট ৬ কার্যদিবসে কায়সারের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ, জেয়াদ আল মালুম ও তাপস কান্তি বল। অন্যদিকে গত ৭ আগস্ট থেকে ১৯ আগস্ট পর্যন্ত ৭ কার্যদিবসে কায়সারের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন তার সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান ও আব্দুস সোবহান তরফদার।
গত ২ ফেব্রুয়ারি সৈয়দ কায়সারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ (চার্জ) গঠন করেন ট্রাইব্যুনাল। কায়সারকে গণহত্যার একটি, হত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ ও লুণ্ঠনের ১৩টি এবং ধর্ষণের দুটিসহ মোট ১৬টি মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত করা হয়েছে।