মালয়েশিয়ায় নির্মাণাধীন উড়াল সড়কের কংক্রিটের চাপা পড়ে নিহত তিন বাংলাদেশি শ্রমিকের মৃতদেহ দেশে এসেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে মৃতদেহ বহনকারী বিজি-০৮৭ এর ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সহকারী পরিচালক জাহিদ আনোয়ার সাংবাদিকদের জানান, বোর্ডের পরিচালক ড. জিয়াউদ্দিন, মো. মোহসিন চৌধুরী এবং উপ-পরিচালক মো. জসিম উদ্দিন মৃতদেহ তিনটি গ্রহণ করেন। পরে তাদের স্বজনদের কাছে মৃতদেহ তিনটি হস্তান্তর করা হয়।
তিনি আরও জানান, ওয়েজ আর্নাস বোর্ডের পক্ষ থেকে প্রতি মৃতদেহ পরিবহন ও দাফনের জন্য ৩৫ হাজার করে টাকা দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেকের পরিবারকে ৩ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এছাড়া এ তিনজনের পরিবার মালয়েশিয়ার সংশ্লিষ্ট কোম্পানি হতে আরও ক্ষতিপূরণের টাকা পাবেন বলে জাহিদ আনোয়ার জানান।
গত সোমবার মালয়েশিয়ার কোটা দামানসারা এলাকার কাছে নির্মাণাধীন উড়াল সড়কের কংক্রিটের নিচে চাপা পড়ে ওই তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়। নিহতরা হলেন: পাবনার মোহাম্মদ এলাহি হোসেন ও মোহাম্মদ ফারুক খান এবং মুন্সিগঞ্জের আলাউদ্দিন মল্লিক।