মস্তিষ্কে অস্ত্রোপচারের পর প্রায় একদিন হয়ে এলেও সংজ্ঞা ফেরেনি ভাষা সৈনিক আবদুল মতিনের। আজ বৃহস্পতিবার সকালে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তিনি এখনো অচেতন। তার শরীরের ডান অংশ কাজ করছে না।
এর আগে গত সোমবার আবদুল মতিন গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে মোহাম্মদপুর সিটি হাসপাতালে ভর্তি করা হয়। স্ট্রোক হওয়ায় তার মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যায়।