প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভয়ভীতি প্রদান ও মানহানির অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠনের শুনানি পিছিয়ে আগামী ২৩ অক্টোবর নির্ধারণ করেছেন আদালত।
আজ বৃহ্স্পতিবার মামলাটির চার্জ শুনানির জন্য দিন ধার্য ছিল। খন্দকার মোশাররফ ও বাদী এবি সিদ্দিকী আদালতে উপস্থিত ছিলেন। তবে মোশাররফের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের পারিবারিক অনুষ্ঠান থাকায় তিনি আদালতে হাজির হতে না পারেননি। চার্জ শুনানির জন্য সময়ের আবেদন জানান তার আরেক আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আতাউল হক আগামী ২৩ অক্টোবর চার্জ শুনানির পরবর্তী দিন ধার্য করেছেন।
উল্লেখ্য, ২০১২ সালের ৩১ ডিসেম্বর সকাল ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছিলেন, ‘সরকার তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে ষড়যন্ত্রের মাধ্যমে আবারও ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। এই প্রধানমন্ত্রীর বাবাও ১৯৭৫ সালে বাকশাল কায়েম করে ক্ষমতা চিরস্থায়ী করার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু তার স্বপ্ন বাস্তবায়িত হয়নি। দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে এ সরকারও যদি জোর করে ক্ষমতায় থাকতে চায়, তাহলে পঁচাত্তরের মতো পরিণতি বরণ করতে হবে’।
তার এ বক্তব্য পরের দিন দেশের বিভিন্ন পত্র-পত্রিকা ও গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর ২০১৩ সালের ২০ জানুয়ারি আওয়ামী লীগের সহযোগী সংগঠন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী মামলাটি দায়ের করেছিলেন। তিনি মামলায় অভিযোগ করেন, আসামির এ ধরনের বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনাশঙ্কা ও মানহানি ঘটেছে।