টাঙ্গাইলের কালিহাতীতে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় নারী সহ দুই জন নিহত হয়েছেন।
আজ শুক্রবার সকালে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কালিহাতী উপজেলার সল্লা নামক স্থানে এই দুর্ঘটনা সংঘটিত হয়।
সকাল পৌনে আটটার দিকে মহাসড়কের ওপর উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী আজিজ ট্রাভেলসের একটি বাস বিকল হয়ে পড়ে। এ সময় পেছন থেকে একটি ট্রাক বাসটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাসের নিচে চাপা পরে মারা যান ওই বাসের আরোহী রেখা বেগম (৪০)।
এই দুর্ঘটনার কিছুক্ষণ পরই একই স্থানে উত্তরবঙ্গগামী একটি ট্রাককে অপর একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন তপন (৩৫) নামের ট্রাকচালক। নিহত তপনের বাড়ি শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায়।
লাশ দু’টি বর্তমানে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।