নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় শনিবার সকালে একটি শিল্প কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এসময় প্রায় দেড় ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
জানা গেছে, বন্দরের মদনপুর এলাকায় অবস্থিত একটি শিল্প কারখানার শ্রমিকেরা বেতন বৃদ্ধির দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করে আসছে।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে কারখানার কয়েকশ’ শ্রমিক কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করতে থাকে। পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে সড়কের উপরে বসে বিক্ষোভ দেখাতে থাকে।
পুলিশ এসে প্রথমে শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার জন্য চাপ দেয়। কিন্তু শ্রমিকেরা না যাওয়ায় সকাল সাড়ে ৮টায় অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের ওপর লাঠিচার্জ শুরু করে। এসময় শ্রমিকরাও পাল্টা ইটপাটকেল ছুড়লে উভয় পক্ষের মধ্যে প্রায় আধাঘণ্টা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়।
সকাল ৯টার দিকে অতিরিক্ত পুলিশ আসলে মহাসড়কে যান চলাচল শুরু হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার মোর্শেদ জানান, শ্রমিকেরা বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উঠিয়ে দেয়। সকাল ৯টা থেকে যান চলাচল স্বাভাবিক রয়েছে।