বিএনপির চেয়ারপারসন ও ২০ দলীয় জোট নেত্রী খালেদা জিয়া আজ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় আসছেন। তার আগমন উপলক্ষে চলছে মঞ্চ তৈরির প্রস্তুতি।
নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধীনে আগাম নির্বাচনের দাবি এবং গুম-খুন-নির্যাতন, জাতীয় সম্প্রচার নীতিমালা ও বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে নেওয়ার প্রতিবাদে ২০ দলীয় জোট আজ মঙ্গলবার বিকেল ৩টায় ব্রাহ্মণবাড়িয়ায় সমাবেশ ডাকে। এ উপলক্ষেই তিনি ব্রাহ্মণবাড়িয়া আসছেন।
সোমবার বিকেলে সরেজমিন নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে দেখা যায়, মাঠ প্রস্তুতের পাশাপাশি মঞ্চ তৈরির কাজ চলছে। খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে এ মাঠে অনুষ্ঠেয় সমাবেশে বক্তৃতা করবেন।
এদিকে সোমবার সারা দেশে বিএনপি জোটের ডাকা হরতাল কর্মসূচি থাকলেও ব্রাহ্মণবাড়িয়ায় হরতাল শিথিল করা হয়েছে। খালেদা জিয়ার সমাবেশের প্রস্তুতি যথাযথভাবে সম্পন্ন করার প্রয়োজনে হরতাল প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় দলটি। নিজেদের প্রয়োজনে হরতাল প্রত্যাহার করে নেওয়ায় সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব জহিরুল হক খোকন বলেন, বিএনপির হরতালের সময় ব্রাহ্মণবাড়িয়া অচল থাকে। সড়কে একটি রিক্সা নামারও সাহস পায় না। তবে মঙ্গলবার নেত্রী আসবেন। সোমবার হরতাল হলে কাজে সমস্যা হবে। তাই হরতাল প্রত্যাহার করে নেওয়া হয়েছে।