ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সাধারণ সম্পাদক রিয়াজুল হক খান মিল্কি হত্যামামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য ১৭ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ রাশেদ তালুকদার এ দিন ধার্য করেন।
মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিনে তদন্ত প্রতিবেদন না আসায় আদালত ১৭ নভেম্বর অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সিআইডিকে আদেশ দেন।
উল্লেখ্য, মিল্কি হত্যামামলায় মিল্কির ছোট ভাই রাশেদুল হক খান বাদী হয়ে গুলশান থানায় এজাহার নামীয় ১১ জন এবং অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।