যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায় নিয়েও প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর লবিস্ট টবি ক্যাডম্যান। তিনি রায়ের পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন জানানোর সুযোগ চেয়েছেন।
গতকাল সোমবার লন্ডনে এক সংবাদ সম্মেলনে জামায়াতের বিদেশি আইনজীবী ক্যাডম্যান দাবি করেন, সাজা হিসেবে আমৃত্যু কারাদণ্ড বাংলাদেশের আইনেই নেই। আপিল বিভাগের বিচারপতিদের নিয়ে প্রশ্ন তুলে চূড়ান্ত রায়ের রিভিউ আবেদন শুনতে 'আন্তর্জাতিকভাবে নিয়োগ পাওয়া, স্বাধীন ও পক্ষপাতমুক্ত' আদালত গঠনের আহ্বান রেখেছেন টবি ক্যাডম্যান।
ব্রিটিশ এই আইনজীবী দাবি করেছেন, ট্রাইব্যুনালে সাঈদীর মৃত্যুদণ্ডের রায় বাংলাদেশে যে 'বিভক্তির' রেখা টেনেছে, তার অবসান ঘটাবে না আপিলের এই রায়।
গত বছর জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাঈদীকে মৃত্যুদণ্ড দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাঈদীর সাজা নিয়ে তখন প্রশ্ন তুলেছিলেন ক্যাডম্যান। তিনি তখন বলেছিলেন, সাজানো বিচারের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল জামায়াত নেতাকে। আপিলের রায়ে গত ১৭ সেপ্টেম্বর সেই সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেয় আপিল বিভাগ। আপিলের রায়েও ন্যায়বিচার হয়নি বলে দাবি করেন ক্যাডম্যান।