অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী বছরের জুলাই থেকে পে-কমিশনের রিপোর্ট বাস্তবায়ন করা হবে। এ বছরের ডিসেম্বরে পে-কমিশনের রিপোর্ট দেওয়ার কথা রয়েছে। এই রিপোর্ট হাতে পেলে স্টাডি করার পর তা বাস্তবায়ন করা হবে।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, আইএমএফ ৫০০ মিলিয়ন ডলার বাজেট সাহায্যের আশ্বাস দিয়েছে। এই অর্থ স্থানীয় সরকারের উন্নয়নে ব্যয় হবে।