সস্ত্রীক হজে যাচ্ছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এবং তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এটা তাদের প্রথম হজ। আগামী ২৮ সেপ্টেম্বর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে একই সঙ্গে তারা সৌদি আরব যাবেন। সেখানে তারা প্রথমে পবিত্র মক্কা’য় হজ পালন করবেন। এরপর হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র রওজা মোবারক জিয়ারতের জন্য যাবেন মদীনায়। হজ শেষে তারা উভয়ে আগামী ১৩ অক্টোবর দেশে ফিরবেন।
সাধারণত সরকারের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং মন্ত্রীরা সৌদি সরকারের রাজকীয় মেহমান হিসাবে হজ পালন করে থাকেন। কিন্তু ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন এবং জাসদ সভাপতি ইনু নিজ খরচে হজ পালনের সিদ্ধান্ত নিয়েছেন। ইতোমধ্যে ঢাকাস্থ সৌদি দূতাবাস থেকে তাঁদের ভিসা ইস্যু করা হয়েছে।