যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদরদফতর সংলগ্ন এক হোটেলে প্রেসিডেন্ট ওবামা ও ফার্স্টলেডি মিশেল ওবামার অভ্যর্থনা অনুষ্ঠানে অংশ নেন শেখ হাসিনা।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশনে অংশগ্রহণকারী দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে ওই অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানস্থলে পৌঁছালে ওবামা ও মিশেল তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। জাতিসংঘ জলবায়ু সম্মেলনে শেখ হাসিনার দেয়া বক্তব্যেরও উচ্ছ্বসিত প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট। জলবায়ু সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বক্তব্যেরও প্রশংসা করেন বাংলাদেশের সরকার প্রধান।
জলবায়ু পরিবর্তনের ভয়াল থাবা থেকে পৃথিবীকে রক্ষায় অঙ্গীকারের জন্যও ওবামাকে প্রধানমন্ত্রী ধন্যবাদ জানান বলে তার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী জানান।
গত ৫ জানুয়ারির দশম সংসদ নির্বাচনের পর এটাই প্রেসিডেন্ট ওবামার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম সাক্ষাৎ। অভ্যর্থনা অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বিশ্ব নেতার সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন শেখ হাসিনা।