ঈদ ও পূজা উদযাপন উপলক্ষে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বিশেষ লঞ্চ সার্ভিস। আগামীকাল থেকে চলবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন বিআইডব্লিউটিসি'র বিশেষ স্টিমার সার্ভিস। তবে নদীপথে চলাচলকারী ৪১টি নৌরুটের বেসরকারি লঞ্চ সার্ভিসের প্রায় সব কেবিন ইতিমধ্যেই বুকিং সম্পন্ন হয়েছে।
ঢাকার সদরঘাট টার্মিনাল সূত্রে জানা যায়, শতাধিক বেসরকারি লঞ্চের প্রায় নয় হাজার প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কেবিনের অগ্রিম টিকিটের বুকিং শেষ হয়েছে। দক্ষিণাঞ্চলগামী অনেক যাত্রী কেবিনের টিকিটের জন্য হন্যে হয়ে লঞ্চে লঞ্চে খোঁজ নিচ্ছেন।
নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের সহকারী পরিচালক সামসুল আরেফিন জানান, সুষ্ঠু ও নিরাপদ যাত্রীসেবা দেয়ার লক্ষ্যে গত বুধবার দুপুরে সদরঘাট লঞ্চ টার্মিনালে বিআইডব্লিউটিএর সভাকক্ষে সংস্থাটির সঙ্গে লঞ্চ মালিকদের সমন্বয়ে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মুসলমান ও হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব উপলক্ষ্যে যাত্রীসেবা নিশ্চিত করতে কয়েকটি সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/সেপ্টেম্বর ২০১৪/শরীফ