সৌদি বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় রাষ্ট্রপতি সৌদি বাদশাহর রুহের মাগফেরাত কামনা করেন। তিনি শোকসন্তপ্ত রাজ পরিবারের সদস্যদের প্রতি গভীর সহানুভূতি জানান। পৃথক অারেক শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুমের রুহের শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, বাদশাহ আব্দুল্লাহ শুক্রবার স্থানীয় সময় রাত ১টায় মারা যান। দেশটির রাজধানী রিয়াদের কিং আব্দুল আজিজ মেডিকেল সেন্টারে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। আজ বিকালে আব্দুল্লাহর জানাযা ও দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৩ জানুয়ারি ২০১৫/শরীফ