গাজীপুর ও ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী ব্রহ্মপুত্র ও শীতলক্ষ্যা নদীর মোহনায় শীতলক্ষ্যার অংশে দুটি ট্রলারের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এতে কমপক্ষে ২০ যাত্রী নিখোঁজ রয়েছেন।
আজ শুক্রবার দুপুর ১টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে।
নিহত তিনজন হলেন- ময়মনসিংহ জেলার পাগলা থানার সুতারচাপর গ্রামের বাসিন্দা ট্রলার চালক আব্দুর রহিম (৩০), পাগলা থানার তল্লী পশ্চিম পাড়া গ্রামের আবদুল খালেকের স্ত্রী আসমা খাতুন (৪২) এবং শ্রীপুর কাওরাইদ মধ্যপাড়া এলাকার আশরাফুল ইসলামের শিশু কন্যা সাবেকুন নাহার (৭ মাস)।
স্থানীয় সূত্র জানায়, কাপাসিয়ার টোকচানপুর থেকে বরমীগামী যাত্রীবাহী ট্রলারের সঙ্গে বরমী থেকে ছেড়ে আসা ত্রীমোহনীগামী যাত্রীবাহী ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক ট্রলারের মাঝিসহ তিনজন নিহত হয়। এ ছাড়া সংঘর্ষে দুই ট্রলারের কমপক্ষে ২০ জন যাত্রী নিঁখোজ রয়েছেন। স্থানীয়রা নিঁখোজ যাত্রীদের উদ্ধারের চেষ্টা করছেন।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীনুল কাদের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হতাহতের সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি
বিডি-প্রতিদিন/২৩ জানুয়ারি ২০১৫/আহমেদ/মাহবুব