রাজনৈতিক কর্মসূচির নামে সারাদেশে সহিংসতা চালানোর দায়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে হাজার হাজার মামলা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী।
শুক্রবার চট্টগ্রাম নগরীর ষোলশহর এলাকার এলজিইডি হলে একটি বেসরকারি স্কুলের অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সামনে তিনি এ মন্তব্য করেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, আমাদের যেসব জেলেরা মাছ ধরে নিয়ে এসেছে তাদের ৩০০ টাকার মাছ যদি ১৫০ টাকা বিক্রি করতে হয় তাহলে এর দায়ভার কে নেবে? আজকে ফুলকপিওয়ালা, টমেটোওয়ালারা তাদের সবজি বিক্রি করতে পারছে না। গাড়ি আসছে না, ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। এর দায়ভার কে নেবে? খালেদা জিয়াকেই নিতে হবে।
“মানুষ খুন এবং অর্থনৈতিক ক্ষয়ক্ষতির জন্য আমি বলবো হাজার হাজার মামলা হওয়া উচিত” বলে মন্তব্য করেন তিনি।
গত মঙ্গলবার রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটে সাম্প্রতিক নাশকতায় দগ্ধ মানুষদের দেখে বের হওয়ার সময় সরকার নাশকতাকারীদের দেখা মাত্র গুলির নির্দেশ দিতে যাচ্ছে বলে মন্তব্য করেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী।
এ বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, যারা পেট্রোল বোমা মারছে তাদের মারার কথা বলা হচ্ছে, সাধারণ মানুষকে নয়।
বিডি-প্রতিদিন/২৩ জানুয়ারি ২০১৫/আহমেদ