সৌদি আরবের বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুলআজিজের মৃত্যুতে দেশব্যাপী পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। সব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে শোক পালন করা হচ্ছে। দেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শোক জানাতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ সৌদি আরবে যাচ্ছেন।
গতকাল শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় বাদশাহ আব্দুল্লাহর মৃত্যুর পর আজ শনিবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করে সরকার। জাতীয় পাতাকা অর্ধনমিত রাখা ছাড়াও প্রয়াত সৌদি আরবের বাদশাহর জন্য ধর্মীয় উপাসনালয়ে দোয়ার আয়োজন চলছে। তবে অফিস-আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম চলছে।
বাদশাহ আব্দুল্লাহর মৃত্যুতে শোক প্রকাশ করে রাষ্ট্রপতি আবদুল হামিদ এক বার্তায় বলেন, তার মৃত্যু সৌদি আরবের রাজ পরিবার, মুসলিম উম্মাহ ও পুরো বিশ্বের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি বাংলাদেশ ও সৌদি আরবে কর্মরত বাংলাদেশিদের প্রতি বাদশাহর ‘সদয় আচরণের’ কথা স্মরণ করেন এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক শোকবার্তায় বলেন, বাদশাহ আব্দুল্লাহর মৃত্যুতে বাংলাদেশ একজন শুভাকাঙ্ক্ষী হারিয়েছে। প্রয়াত বাদশাহর আত্মার শান্তি কামনার পাশাপাশি সৌদি রাজপরিবার ও তার দেশের জনগণের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী।
বিডি-প্রতিদিন/ ২৪ জানুয়ারি, ২০১৫/ রশিদা