আবদুল্লাহ বিন আব্দুল আজিজের মৃত্যুতে আনুষ্ঠানিকভাবে শোক জানাতে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শনিবার বেলা ১১টায় তিনি বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বলে তার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ জানিয়েছেন।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ছাড়াও কূটনীতিক কোরের ডিন, সৌদি দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, পুলিশের মহাপরিদর্শক ও পররাষ্ট্র সচিব বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী রাষ্ট্রপতির সফরসঙ্গী হয়েছেন।
বাদশাহ আবদুল্লাহ চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোররাতে মারা যান। তার মৃত্যুতে শনিবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। প্রয়াত বাদশাহর আত্মার শান্তি কামনায় দোয়ার আয়োজনও চলছে।
বিডি-প্রতিদিন/২৪ জানুয়ারি ২০১৫/আহমেদ