অবরোধে নাশকতায় হতাহতের জন্য খালেদা জিয়াকে দায়ী করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন ‘সন্ত্রাসের নেত্রীতে’ পরিণত হয়েছেন।
আজ শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে গিয়ে অবরোধে আগুনে দগ্ধদের চিকিৎসার খোঁজ-খবর নিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “খালেদা জিয়ার প্রতিহিংসার আগুনে দগ্ধ হয়ে সাধারণ মানুষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যুর সঙ্গে লড়ছেন। বেগম জিয়া নিজেকে গণতান্ত্রিক নেত্রী হিসেবে দাবি করলেও বর্তমানে সন্ত্রাসের নেত্রীতে পরিণত হয়েছেন। দেশের জনগণ চায়, যারা সহিংসতা চালাচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।
সরকার আইনশৃঙ্খলা রক্ষায় ‘ব্যর্থ’ নয় মন্তব্য করে নাসিম বলেন, “এখন হঠাৎ করে চোরাগোপ্তা হামলা হচ্ছে। হামলাকারীদের ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরইমধ্যে নাশকতা তৈরির রসদসহ অনেককে গ্রেফতারও করা হয়েছে।”
এসময় গাড়িতে আগুন, বোমায় আহতদের চিকিৎসায় প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী।
বার্ন ইউনিটের চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনাদের কাছে অনুরোধ করছি, দগ্ধদের সুস্থ করে তুলুন। সরকার তাদের চিকিৎসা নিশ্চিতে সব ধরনের সহযোগিতা করবে।”
অবরোধের আগুনে দগ্ধদের খোঁজ নিতে বার্ন ইউনিটে গিয়ে ভিড় না করতে মন্ত্রী, এমপিসহ সবার প্রতি আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।
বিডি-প্রতিদিন/২৪ জানুয়ারি, ২০১৫/মাহবুব