বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকের প্রথম জানাজা আগামীকাল বাদ জোহর রবিবার মালয়েশিয়ার জাতীয় মসজিদ কুয়ালালামপুর মসজিদ-এ-নেগেরায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।
এর আগে, আজ শনিবার বাংলাদেশ সময় দুপুর পৌঁনে ২টায় কুয়ালালামপুরে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন।
কোকোর মৃত্যুতে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে শোকাবহ পরিবেশ তৈরি হয়। ছোট ছেলের মৃত্যুর সংবাদে বেগম জিয়া বিমর্ষ হয়ে যান। এ সময় কার্যালয়ে থাকা নেতা-নেত্রীদের চোখেও পানি নেমে আসে।
বিডি-প্রতিদিন/২৪ জানুয়ারি, ২০১৫/মাহবুব