মালয়েশিয়ায় প্রথম জানাজা শেষে বিএনিপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মরদেহ ঢাকায় নেওয়া হবে। আগামী সোমবার ঢাকায় আনার আগে তার মরদেহ মালয়েশিয়ার জাতীয় মসজিদ নেগেরায়ই থাকবে।
আজ শনিবার বাংলাদেশ সময় দুপুর পৌঁনে ২টায় কুয়ালালামপুরে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকো। তার মৃত্যুতে শোকে ম্যুহমান হয়ে পড়েছেন মা খালেদা জিয়া ও ভাই তারেক রহমান।
আগামীকাল রবিবার বাদ জোহর মালয়েশিয়ার জাতীয় মসজিদে তার প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে কোকোকে দেখতে কুয়ালালামপুর মালয় ইউনিভার্সিটি সেন্টারে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন।
মালয়েশিয়ার বিএনপি একাংশের সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ ও অপরাংশের সদস্যসচিব মোশাররফ হোসেন জানান, মালয়েশিয়ার জাতীয় মসজিদ নেগারায় জানাজা শেষে কুয়ালালামপুর মালয় ইউনিভার্সিটি সেন্টারে হিমঘরে রাখা হবে আরাফাত রহমান কোকোর মরদেহ। সোমবার সকালে তা দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও নিশ্চিত করেন তারা।
সূত্র জানায়, সোমবার কোকোর মরদেহ ঢাকায় আনার জন্য বেগম খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দারসহ একটি প্রতিনিধি দল মালয়েশিয়া যাচ্ছেন।
বিডি-প্রতিদিন/২৪ জানুয়ারি, ২০১৫/মাহবুব