আরাফাত রহমান কোকোর মৃত্যুতে খালেদা জিয়াকে সমবেদনা জানাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে যাবেন এমন খবরের ভিত্তিতে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যরা কার্যালয়ের আশপাশে অবস্থান নিয়েছেন।
তাদের পাশাপাশি অবস্থান নিয়েছেন র্যাব, পুলিশসহ বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থার বিপুলসংখ্যক সদস্য।
ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে শোকাহত খালেদা জিয়াকে সমবেদনা জানাতে শনিবার রাত ৮টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুলশান কার্যালয়ে আসার কথা রয়েছে।