আরাফাত রহমান কোকোর লাশ দেশে আনতে মালয়েশিয়া গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দর। গতকাল দুপুরে (বাংলাদেশ সময়) হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে নেওয়ার পথে মারা যান বেগম জিয়ার ছোট ছেলে কোকো। তার বয়স হয়েছিল ৪৫ বছর।
আরাফাত রহমান কোকোর মরদেহ আগামীকাল সোমবার দেশে আনা হচ্ছে। এর আগে আজ বাদ জোহর তার প্রথম নামাজে জানাজা মালয়েশিয়ার জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে। দেশে পাঠানোর আগে তার মরদেহ রাখা হবে কেন্দ্রীয় মসজিদ নেগারায়। কুয়ালালামপুর মালয় ইউনিভার্সিটি সেন্টারে এরই মধ্যে জড়ো হয়েছেন শত শত নেতা-কর্মী।
মালয়েশিয়ার বিএনপি একাংশের সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ ও অপরাংশের সদস্যসচিব মোশাররফ হোসেন জানিয়েছেন যে, রবিবার বাদ জোহর মালয়েশিয়ার কেন্দ্রীয় মসজিদ নেগারায় জানাযা শেষে কুয়ালালামপুর মালয় ইউনিভার্সিটি সেন্টারে হিমঘরে রাখা হবে আরাফাত রহমান কোকোর মরদেহ। সোমবার সকালে তা দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/২৫ জানুয়ারি ২০১৫/আহমেদ