বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে শোক বই খোলা হয়েছে। শোক বইটি সবার জন্য উন্মুক্তও করা হয়েছে।
আজ রবিবার দুপুরের পর থেকে শোক বইটি গুলশান কার্যালয়ের সামনে সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়। এ সময় শতাধিক বিএনপি নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষকে লাইনে দাঁড়িয়ে শোক বইতে স্বাক্ষর করতে দেখা গেছে।
এদিকে, কোকোর বিদেহী আত্মার মাগফিরাতের জন্য আয়োজন করা হয়েছে কোরআন খতম ও দোয়া দরুদের। এছাড়া রবিবার ও সোমবার দেশব্যাপী মসজিদে মসজিদে কোরআন খতম ও দোয়া মোনাজাতের আয়োজন করছে বিএনপি।
বিডি-প্রতিদিন/ ২৫ জানুয়ারি, ২০১৫/ রশিদা