ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং রেলওয়ে স্টেশনে একটি যাত্রীবাহী আন্তঃনগর ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রোববার দুপুর সোয়া ২টার দিকে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকায় আসলে এর পাঁচটি বগি লাইনচ্যুত হয়।
আখাউড়া রেলস্টেশনের ভারপ্রাপ্ত কেবিন মাস্টার জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।