বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা করে সরকার হিংস্র অমানবিকতার আরেকটি দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ রবিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রিজভী আহমেদ এ মন্তব্য করেন।
পুত্রশোকে কাতর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রীর সহানুভূতি জানাতে আসার ঘটনাকে ছলনা বলে দাবি করে রিজভী বলেন, “প্রধানমন্ত্রীর আগমনকে আমরা ইতিবাচকভাবে দেখলেও বেগম জিয়ার বিরুদ্ধে মামলা দায়েরে প্রমাণ হয়েছে তার আসাটা ছিল নিছকই ছলনা। একটা প্রহসনের মহড়া মাত্র। এটা যেন কুমিরের কান্না।”
বিবৃতিতে রিজভী বলেন, “জবরদখলকারী ভোটারবিহীন সরকার হিংসার অমানবিকতার যে আরেকটি দৃষ্টান্ত স্থাপন করেছেন তা হলো পুত্রশোকে কাতর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা করে। কতখানি নিষ্ঠুর ও বিবেকশুন্য হলে একটি সরকার এই জঘন্য অপকর্মটি করতে পারে তা দুনিয়াতে মনে হয় নজীরবিহীন। এই ভোটারবিহীন সরকার মনুষ্যত্বের সকল বৈশিষ্ট্যগুলোকে জলাঞ্জলি দিয়েছে।”
শনিবার যাত্রাবাড়ীতে বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান রিজভী। পাশাপাশি অবিলম্বে বিএনপি চেয়ারপারসনসহ সকল নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের ও একইসঙ্গে যাত্রাবাড়ীতে দুস্কৃতকারীদের পেট্রোল বোমা হামলার ঘটনায় দায়িদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান তিনি।
বিডি-প্রতিদিন/২৫ জানুয়ারি, ২০১৫/মাহবুব