বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের লাগাতার অবরোধ ও ৩৬ ঘণ্টার হরতাল চলাকালে রাজশাহীর চারঘাটে ট্রাকে পেট্রোল বোমা ছুড়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দগ্ধ হয়েছেন ট্রাকচালক কার্তিক (৪৫) ও হেলপার শাহাবুল(২৫)। এদের মধ্যে ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আজ রবিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার হেমন্তের মোড়ে এ ঘটনা ঘটে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চারঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার গোলাম মর্তুজা জানান, বগুড়া-ট-১১-০৭৯৭ নম্বরের একটি ট্রাক পুঠিয়া উপজেলা থেকে কাঠ নিয়ে চারঘাটের এটিএ ইটভাটায় দিতে এসেছিল। খালি ট্রাকটি ফিরে যাওয়ার সময় উপজেলা হেমন্তের মোড়ে দুর্বৃত্তরা দুইটি পেট্রোলবোমা ছুড়ে মারে। এতে ট্রাকে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দগ্ধ ট্রাকচালক কার্তিক ও হেলপারের বাড়ি পুঠিয়া উপজেলায়। এ হামলার ঘটনায় কাউকে আটক করা না গেলেও বর্তমানে ওই এলাকায় অভিযান চলছে বলে জানান ওসি।
বিডি-প্রতিদিন/২৫ জানুয়ারি, ২০১৫/মাহবুব