অবরোধ অব্যাহত থাকছে। আগামীকাল অবরোধের মধ্যেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকোর লাশ দেশে আসছে।
আজ সোমবার বেলা ১১টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. মঈন খান, নজরুল ইসলাম খান ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ। তারা নেত্রীর সঙ্গে বৈঠক করেন। এ সময় কোকোর জানাজা, হরতাল, অবরোধসহ নানা বিষয়ে আলাপ হলেও অবরোধ প্রত্যাহারের কোন সিদ্ধান্ত হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বৈঠক শেষে সৌদি দূতাবাসে শোক বইয়ে সাক্ষর করতে বেরিয়ে যান বিএনপির পাঁচ নেতা।
সূত্র জানায়, আজ সন্ধ্যা ৬টায় হরতালের সময়সীমা শেষ হলেও বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে। কোকোকে দাফনের পর বুধ ও বৃহস্পতিবার আবারও হরতাল কর্মসূচি দিতে পারে ২০ দল।
বিডি-প্রতিদিন/২৬ জানুয়ারি ২০১৫/ আহমেদ