প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে মন্ত্রিপরিষদ বৈঠকের শুরুতে আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০১৫ উপলক্ষে স্মারক ডাকটিকেট অবমুক্ত করেন। এছাড়া বৈঠকে ময়মনসিংহ বিভাগ গঠনের কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছেন তিনি। পরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব জানান, ঢাকাকে ভেঙে ফরিদপুর বা গোপালগঞ্জে কোনো বিভাগ করা যায় কি না, আর চট্টগ্রামকে ভেঙে নোয়াখালী বা কুমিল্লাকে আলাদা বিভাগ করা যায় কি না, এ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।
এর আগে গতকাল রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে অফিস করতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকাকে ভেঙে তিনটি বিভাগ করার বিষয়ে কথা বলেন।
এদিকে, আজকের সভায় চা আইন-২০১৫ ও চা-শ্রমিক কল্যাণ আইন-২০১৫-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠকে বাংলাদেশের আর্থসমাজিক অগ্রযাত্রা ও সামষ্টিক অর্থনীতির তুলনামূলক চালচিত্র সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়।
বিডি-প্রতিদিন/ ২৬ জানুয়ারি, ২০১৫/ রশিদা