বনানী সামরিক কবরস্থানে দাফন হচ্ছে না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর লাশ। আজ গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান দলটির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান।
তিনি বলেন, আমরা নিয়মানুযায়ী সাবেক সামরিক কর্মকর্তার সন্তান হিসেবে কোকোর লাশ সামরিক কবরস্থানে দাফনের জন্য আবেদন করেছিলাম। কিন্তু শেষ সময়ে আজ সেনাবাহিনী থেকে জানানো হয়েছে যে, বর্তমান বা অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ছাড়া অন্য কাউকে সামরিক কবরস্থানে দাফনের নিয়ম নেই।
বিডি-প্রতিদিন/২৭ জানুয়ারি ২০১৫/আহমেদ