আরাফাত রহমান কোকোর মরদেহ নিয়ে মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইট বেলা সাড়ে ১১টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছেছে। বিএনপির নেতা আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আবদুল্লাহ আল নোমান ও গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকোকোর মরদেহ গ্রহণ করার জন্য বিমানবন্দরে উপস্থিত রয়েছেন।
এদিকে, কোকোর লাশ আসাকে কেন্দ্র করে বিমানবন্দর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিমানবন্দরে ঢুকতেও রয়েছে কড়াকড়ি, তল্লাশির পর সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। বিমানবন্দরের কর্মীরাও তল্লাশি থেকে বাদ পড়ছেন না। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে বিমানবন্দরের প্রবেশ মুখে কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনি দেখা যায়। পুলিশের পাশাপাশি র্যাব ও আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে।
এর আগে মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইট স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৮টার দিকে কুয়ালালামপুর কুয়ালালামপুর ছাড়ে। একই ফ্লাইটে কোকোর স্ত্রী, দুই মেয়ে, মামা শামীম এস্কান্দার এবং খালেদা জিয়ার উপদেষ্টা মোসাদ্দেক আলীও রয়েছেন বলে জানা গেছে।
কোকোর কফিন প্রথমে নেয়া হবে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে, যেখানে গত ৩ জানুয়ারি থেকে অবস্থান করছেন খালেদা জিয়া। সেখানে স্বজনদের শেষ দেখা ও শ্রদ্ধা জানানোর পর বিকাল ৪টায় জানাজার জন্য কোকোর মরদেহ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/ ২৭ জানুয়ারি, ২০১৫/ রশিদা