আরাফাত রহমান কোকোর মরদেহ বিএনপির গুলশান কার্যালয়ের সামনে এসে পৌঁছেছে। বেলা ১ টা ৪০ মিনিটে তার কফিনবাহী গাড়িটি গুলশান কার্যালয়ের সামনে এসে পৌঁছায়। কার্যালয়ের পেছনের গেট দিয়ে মরদেহ ভেতরে প্রবেশ করানো হয়। এসময় সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।
কোকোর মরদেহ দেখতে বিএনপির গুলশান কার্যালয়ে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ ভীড় করেছে। রয়েছেন অসংখ্য নিরাপত্তাবাহিনীর সদস্য। গুলশানে কোকোর মরদেহ ঘন্টাখানেক রাখা হবে বলে জানা গেছে। এ সময় খালেদা জিয়ার আত্মীয়-স্বজন ও পরিবারের লোকজন তা দেখার সুযোগ পাবেন। সেখানে স্বজনদের শেষ দেখা ও শ্রদ্ধা জানানোর পর বিকাল ৪টায় জানাজার জন্য কোকোর মরদেহ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নেওয়া হবে।
কোকোর মরদেহ মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বেলা সাড়ে ১১টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। বিএনপির নেতা আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আবদুল্লাহ আল নোমান ও গিয়াস উদ্দিন কাদের চৌধুরী কোকোর মরদেহ গ্রহণ করেন। এরপর তারা মরদেহ নিয়ে গুলশানের উদ্দেশ্যে রওনা করেন।
এর আগে মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইট স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৮টার দিকে কুয়ালালামপুর কুয়ালালামপুর ছাড়ে।
বিডি-প্রতিদিন/২৭ জানুয়ারি ২০১৫/আহমেদ